ঢাকাWednesday , 24 September 2025
  • অন্যান্য

সোনারগাঁও আষারিয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে তল্লাশী করা কালে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জনকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ

Link Copied!

 

মোশারেফ হোসেন মনা নিজস্ব প্রতিনিধিঃ

সোনারগাঁও থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর (নিঃ)/মোঃ নাইমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ২২/০৯/২০২৫খ্রিঃ বিকাল অনুমান ১৮:২০ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন আষারিয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে তল্লাশী করা কালে “সিডিএম বাস” যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১১-৭৭০৭ ঘটনাস্থলে আসলে বাসটিকে সংকেত দিয়ে থামালে উক্ত বাস হতে একজন মহিলা নেমে কৌশলে পালানোর চেষ্টা কালে সংগীয় মহিলা ফোর্সের সহায়তায় তাকে আটক করেন। আটককৃত মহিলাকে জিজ্ঞাসাবাদে, তার নাম-ঠিকানা ১. মোসাঃ জেসমিন (৩৪), স্বামী- জামাল মিয়া, পিতা- মৃতঃ হাফেজ মিয়া, সাং জামপুর, ইউপি- কালিকাপুর, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা বলে প্রকাশ করে। অতঃপর তার হেফাজতে থেকে ১২০০ (এক হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূবর্ক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আটককৃত মহিলা আসামির বিরুদ্ধে নিজ হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।