ঢাকাWednesday , 24 September 2025
  • অন্যান্য

রাজধানী মোহাম্মদপুর থানা পুলিশের অভিযানে প্রবণ এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত ১২ জন আটক

Link Copied!

 

মোশারেফ হোসেন মনা নিজস্ব প্রতিনিধিঃ

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। রিপন লারা (৩৫) ২। নুর আলম (২৫) ৩। মোরছালিন (২০) ৪। জীবন (২২) ৫। আনোয়ারা (৪০) ৬। জামাল (৩৭) ৭। রহমত আলী (২৭) ৮। মাইনউদ্দিন (৩৯) ৯। রাশেদুল হাসান তুহিন (৪৫) ১০। আকাশ বাসফোর ওরফে প্রশান্ত (১৯) ১১। সাব্বির (২৫) ও ১২। শাওন (১৮)।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।