ঢাকাMonday , 22 September 2025
  • অন্যান্য

রাজশাহী বিএসটিআই মোবাইল কোর্ট অভিযানে নাটোর চিনিকল সড়ক, একডালা, সদর, শামীম চানাচুর ফ্যাক্টরি মালিককে ২৫০০০ হাজার টাকা জরিমানা

Link Copied!

 

মোশারেফ হোসেন মনা নিজস্ব প্রতিনিধিঃ

অদ্য ২২-০৯-২০২৫ তারিখে নাটোর জেলা সদরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন, নাটোর ও বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী’র উদ্দ্যেগে ১ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে সঠিক প্রক্রিয়া অনুসরণ ও মান সনদ গ্রহণ না করে ও লেবেলবিহীন ভাবে চানাচুর উৎপাদন ও বিক্রয়-বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১) ১ নং শামীম চানাচুর ফ্যাক্টরি (মালিক- মোঃ আসাদুল ইসলাম), চিনিকল সড়ক, একডালা, সদর, নাটোরকে ২৫,০০০/- জরিমানা করা হয়। একইসাথে ১৫ দিনের মধ্যে কারখানা সংস্কার করে সিএম লাইসেন্স গ্রহণ করার পরামর্শ দেয়া হয়েছে।
উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব মোঃ রাশেদুজ্জামান, জেলা প্রশাসকের কার্যালয়, নাটোর।

উপরোক্ত আদালতকে সহযোগিতা করেন জনাব মোঃ দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী।

জনস্বার্থে বিএসটিআইয়ের এ রকম অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।