মোশারেফ হোসেন মনা নিজস্ব প্রতিনিধিঃ
ভারতে অবৈধভাবে অবস্থানের দায়ে সাজাভোগ শেষে এক বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা ব্যক্তি হলেন— মোঃ শাকির আহমেদ (৪৯), পিতা- মোঃ ছানাফ মিয়া, গ্রাম- দক্ষিণ কাঞ্চনা, ডাকঘর- জোতপুকুরিয়া, উপজেলা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম।
ইমিগ্রেশন সূত্র জানায়, শাকির আহমেদ অবৈধভাবে দালালের সহায়তায় গত ২৫ ফেব্রুয়ারি ২০২৫ সালে ভারতে প্রবেশ করে চেন্নাইয়ে অবস্থান করেন। পরে ২০ মার্চ চেন্নাই পুলিশ তাকে আটক করে এবং আদালতের রায়ে তাকে ৬ মাসের সাজা দেওয়া হয়। তিনি চেন্নাই সেন্ট্রাল কারাগারে ওই সাজা ভোগ করেন।
আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। থানা কর্তৃপক্ষ জানান, প্রক্রিয়া শেষে ওই বাংলাদেশিকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সংস্থার নিকট হস্তান্তর করা হবে।
