ঢাকাMonday , 22 September 2025
  • অন্যান্য

রাজধানীতে বিভিন্ন স্থানে অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরো ৬ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)

Link Copied!

 

মোশারেফ হোসেন নিজস্ব প্রতিনিধিঃ

গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৬ (ছয়) নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আব্দুল্লাহ’র ঘনিষ্ঠ সহচর, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো: কামাল হোসেন (৪৮) ২। কদমতলী ৫৩ নং ওয়ার্ড যুবলীগ কর্মী মো: মনির হোসেন (৪৬) ৩। আওয়ামী লীগ কর্মী মো: জামাল হোসেন (৪০) ৪। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো: রনি (৩৫) ৫। নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু (৬৪) ৬। ১ নং গাজীপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও হাইমচর থানা সাবেক ইউপি সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান গাজী (৬২)।

ডিবি সূত্রে জানা যায়, রবিবার (২১ সেপ্টেম্বর ) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় বেইলী রোড থেকে মো: কামাল হোসেনকে ও রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় জুরাইন এলাকা থেকে মো: মনির হোসেন কে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। একই রাত ১১.৩০ ঘটিকায় ধানমন্ডি ১০/এ নং রোড এলাকা থেকে আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম।
ডিবি সূত্রে আরও জানা যায়, রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬.০০ ঘটিকায় মো: রনি (৩৫) কে চকবাজার থানা এলাকা থেকে গ্রেফতার করে ডিবি রমনা বিভাগের একটি টিম। অপরদিকে রাত ১১.৪৫ ঘটিকায় একই স্থান থেকে মোহাম্মদ হাবিবুর রহমান গাজীকে গ্রেফতার করে ডিবি রমনা বিভাগের টিম।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ০১:২৫ ঘটিকায় অপর এক অভিযানে বনশ্রী ডি ব্লক এলাকা থেকে মো: জামাল হোসেন গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি আভিযানিক টিম।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল আয়োজন, অর্থায়ন ও লোক সরবরাহের অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।