ঢাকাSaturday , 20 September 2025
  • অন্যান্য

জয়পুরহাট জেলার ক্ষেতলালে ৩ দিনের নিখোঁজ হওয়া শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

Link Copied!

জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাট জেলা ক্ষেতলাল উপজেলা শালবন (পশ্চিমপাড়া) গ্রামের রাজমিস্ত্রী এরসাদুলের একমাত্র মেয়ে তাসনিয়া খাতুন (১০) ৩দিন নিখোঁজ থাকায় মিললো মরদেহ । আজ রাত ৮ টায় ওই গ্রামের একরামুলের বাড়ির গোয়ালঘর থেকে ওই বস্তাবন্দি অবস্থায় শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, গত বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ হয় রাজমিস্ত্রী এরশাদুলের শিশু সন্তান তাসনিয়া খাতুন। এ ঘটনায় ক্ষেতলাল থানায় জিডি করা হয়। খোঁজাখুজির দুইদিন পর আজ শুক্রবার রাতে ওই গ্রামের মান্নানের ছেলে একরামুলের বাড়ির ভিতরে গোয়াল ঘরে বস্তাবন্দি অবস্থায় রাখা শিশুর গলাকাটা মরদেহ খোঁজে পায় গ্রামবাসী। তাকে মেরে বস্তাবন্দি করে রাখা হয়। এরপর ওই বাড়িটি ঘিরে ফেলে গ্রামবাসী। পরে গ্রামবাসী ক্ষেতলাল থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় ক্ষেতলাল থানা পুলিশ একরামুল এর স্ত্রী সহ ২ জনকে আটক করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম মুঠোফোনে জানান, শিশুটি বুধবার সন্ধ্যায় নিখোঁজ হলে থানায় জিডি করা হয়। আজ শুক্রবার গ্রামবাসী ওই শিশুর বস্তাবন্দি লাশ দেখতে পায় এবং থানায় খবর দিলে পুলিশ গিয়ে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেন। এ ঘটনায় একরামুল পালাতক হলেও তার স্ত্রী সহ ২ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।