ঢাকাSaturday , 20 September 2025
  • অন্যান্য

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নলতা ইউপি চেয়ারম্যানের সাথে পূজা কমিটির মতবিনিময়

Link Copied!

 

এস কে অজিবর রহমান

সাতক্ষীরার কালিগঞ্জ,,,,, উপজেলার নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমানের সাথে নলতা কালিমাতা মন্দির ও নলতা চৌমুহনী সার্বজনীন পূজা মন্ডপের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৫টায় নলতা ইউনিয়ন পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান। এ সময় বক্তব্য রাখেন নলতা কালিমাতা মন্দিরের সভাপতি হরিদাস মন্ডল, সাধারণ সম্পাদক পুরঞ্জন স্বর্ণকার, নলতা চৌমুহনী সার্বজনীন পূজা মন্ডপের সভাপতি ডাক্তার শঙ্কর পাল, সাধারণ সম্পাদকসহ দুই মন্দির কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা।

বক্তারা বলেন, নলতা কালিমাতা মন্দিরে প্রতি বছর শারদীয় দুর্গোৎসবে দূর-দূরান্ত থেকে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে। তাই নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা অপরিহার্য।

সভায় চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান আশ্বাস দিয়ে বলেন, “বিগত দিনে যেমন আপনাদের পাশে ছিলাম, তেমনি আসন্ন শারদীয় দুর্গাপূজায়ও আমার পরিষদ এবং রাজনৈতিক সহকর্মীরা আপনাদের পাশে থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষায় ও সার্বিক সহযোগিতায় সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে নলতা কালী মাতা মন্দির ও চৌমুহনী সার্বজনীন পূজা মন্ডপে প্রতিমা শিল্পীরা দিনরাত কাজ চালিয়ে যাচ্ছেন। আগামী ২১ সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব, যা ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।