ঢাকাFriday , 19 September 2025
  • অন্যান্য

সিএমপি’র মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের জালে মোবাইল চোর চক্রের ০৩ (তিন) সদস্য আটক সহ বিপুল পরিমাণ মোবাইল ফোন ও ২ (দুই) টি এসএলআর ক্যামেরা উদ্ধার

Link Copied!

 

মোশারেফ হোসেন মনা নিজস্ব প্রতিনিধিঃ
প্রেস রিলিজ
গত ১৮/০৯/২০২৫ খ্রিঃ রাত ২০:৩০ ঘটিকার সময় সিএমপি’র মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের টিম নং-৫১ কর্তৃক অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন পুরাতন রেলস্টেশন ও চৈতন্যগলি এলাকা হতে ০২ (দুই)টি আই ফোন সহ ১৪৮ (একশত আটচল্লিশ) টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল সেট এবং ০২টি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার ও মোবাইল ফোন চোরচক্রের ০৩ (তিন) জন সদস্যকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য ১৪/০৯/২০২৫খ্রিঃ চান্দগাঁও থানাধীন খাজারোডস্থ বাসিন্দা জনৈক মোঃ আকবর হোসেন ডিবি (বন্দর) বিভাগ এর কার্যালয়ে উপস্থিত হয়ে উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) মহোদয়ের নিকট অভিযোগ দাখিল করেন যে, গত ২৪/০৮/২০২৫খ্রিঃ ভোর অনুমান ০৫.৩০ ঘটিকার সময় নিউ চান্দগাঁও থানাধীন খাজারোডস্থ, জাহাঙ্গীর কলোনীর টিন সেট্ এর বাসা হতে তার ব্যবহৃত Vivo Yo3t মডেলের মোবাইল ফোনটি কে বা কারা চুরি করে নিয়ে যায়। এ সংক্রান্তে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তিনি অনুরোধ করেন। উল্লেখিত মোবাইল ফোনটি উদ্ধার ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) মহোদয় টিম-৫১ এর এসআই (নিঃ) মোঃ ইমাম হোসেনকে দায়িত্ব প্রদান করেন।

পরবর্তীতে বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ১৮/০৯/২০২৫ খ্রিঃ তারিখ রাত ২০:৩০ ঘটিকার সময় উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)/ধীমান মজুমদার এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ইমাম হোসেন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ জয়নাল আবেদীন সঙ্গীয় অফিসার ও ফোর্স’সহ নগরীর কোতোয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় উল্লেখিত অভিযোগকারী
আকবর হোসেন এর ব্যবহৃত Vivo Yo3t মডেলের মোবাইল ফোনটি উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ১ম ঘটনাস্থলঃ-কোতোয়ালী থানাধীন পুরাতন রেলষ্টেশনস্থ জিআরপি থানার সামনে পুরাতন হকারস মার্কেট গলির ভিতর জনৈক সোহেলের মোবাইলের দোকানে পেশাদার চোরচক্রের সদস্য আসামী ১। মোঃ সোহেল মিয়া (৩৩), পিতা-মৃত খসরু মিয়া, মাতা-ঝরনা আক্তার, সাং-মন্ডলভোগ, ১৫ নং ব্রীজ সংলগ্ন, মইজ উদ্দিন ভূইয়া বাড়ী, ওয়াড নং-০৭, ডাকঘর-মানিকখালী, থানা-কটিয়াটি, জেলা-কিশোরগঞ্জ এর নিকট একটি কালো রংয়ের ব্যাগের ভিতর ৪৮টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক বর্ণিত আসামীকে গ্রেফতার করা হয়। বর্ণিত ঘটনার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাহার দেওয়া তথ্যের ভিত্তিতে গত রাত অনুমান ২১.২০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন স্টেশন রোড, চৈতন্যগলি, জিন্নাপাড়া, ইয়াছিন সাহেবের বিল্ডিংএর ৫ম তলায় তার ভাড়াকৃত কক্ষ হতে ১নং আসামীর সহযোগী ও চোর চক্রের আরো দু’ই সদস্য আসামী ২। মোঃ আব্দুল হাকিম প্রকাশ রাকিব (২৭), পিতা মোঃ আবুল খায়ের, মাতা-শিরিনা বেগম, সাং-হারামিয়া, আলাউদ্দিন সুকানির বাড়ী, ইউপি-০৭নং হারামিয়া, থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ ইয়াছিন (২০), পিতা-মোঃ ইলিয়াছ মিয়া, মাতা-রোকসানা বেগম, সাং-মধ্যাম বাসুয়া, জয়নাল মাষ্টার বাড়ী, ৬নং ওয়ার্ড, থানা-ফুলগাজী, জেলা-ফেণী, সর্ব বর্তমানে-স্টেশন রোড চৈতন্যগলি জিন্না পাড়া, ইয়াসিন সাহেবের বিল্ডিং, ৫ম তলা, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম হতে আরো বিভিন্ন ব্রান্ডের ১০০ (একশত) টি মোবাইল ফোন ৩:০২ (দুই) টি এসএলআর ক্যামেরা উদ্ধারপূর্বক বর্ণিত আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীগণকে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে দীর্ঘদিন যাবৎ তারা চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকার বিভিন্ন মোবাইল চোর চক্রের সদস্যদের সাথে সম্পৃক্ত। তাদের দেয়া তথ্যমতে আরো বেশ কয়েকজন মোবাইল ছিনতাইকারীকে গ্রেফতার অভিযান প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেফতারকৃত আসামীর পিসিপিআরঃ পিসিপিআর পর্যালোচনা করিয়া ১নং আসামী মোঃ সোহেল এর বিরুদ্ধে সিএমপি’র কোতোয়ালী থানার এফআইআর নং- ৩৯, তারিখ- ২৭/০২/২০২৫খ্রিঃ, ধারা- ৪১৩/৩৪ পেনাল কোড পাওয়া যায়।

উদ্ধারকৃত মোবাইল ফোনের মডেল ও আইএমইআই বিবরণী

ক) TECNO মোবাইল সেট।
১) যাহার মডেল নং D4i,-IMEI-353566650448783,
২) মডেল নং-KL5, IMEI-359127130800665, ৩) মডেল নং-CMS IMEI-355240610213491,

খ) HONOR মোবাইল সেট।
০৪) যাহার মডেল নং,-ASPH F18, IMEI-864193071465825,
०৫) যাহার মডেল নম্বার নাই, IMEI-864426079772390,
০৬) যাহার মডেল নম্বার নাই, IMEI-865414064693606,

গ) INFINIX মোবাইল সেট।
৭) যাহার মডেল নং-X6532, IMEI-355100312909723,
৮) যাহার মডেল নং-X6881, IMEI-356391820868324,
৯) যাহার মডেল নং-X6816, IMEI -354734750244085,
১০) যাহার মডেল নং-X6850B, IMEI-358776520325245,
১১) যাহার মডেল -X6881, IMEI -356391820752429,
১২) যাহার মডেল নং-X6816, IMEI -357143141376308,
১৩) যাহার মডেল নং-X68811, IMEI-870140009076457,
১৪) যাহার মডেল নং-X6833B, IMEI-352024675876456,
১৫) গ্রীন কালারের মোবাইল। যাহার, IMEI-860625156451216.

ঘ) SAMSUNG মোবাইল সেট।
১৬) সোনালী রংয়ের মোবাইল, যাহার IMEI-357762085455974,
১৭) কালো কালারের মোবাইল, IMEI-357962504396151,
১৮) কালো ভালারের মোবাইল, IMEI-350317670518210,
১৯) টিয়া কালারের মোবাইল, IMEI-351733713935394,

ঙ) MOTOROLA মোবাইল সেট,

চ) OPPO মোবাইল সেট।
২০) যাহার মডেল নং-CPH2641, IMEI-860838073439178,
২১) CPH2641, IMEI-860838070069911,
২২) A57, IMEI-861930044672901,
২৩) CPH2641, IMEI-860838074466857,
২৪) CPH2239, IMEI-868477052031235,

ছ) REALME মোবাইল সেট।
২৫) যাহার মডেল নং-RMX3840, IMEI-867759060343970,
২৬) যাহার মডেল নং-RMX3706, IMEI -862274067391456,
২৭) যাহার মডেল নং-RMX3933, IMEI -864369071885374,
২৮) যাহার মডেল নং-RMX5313. [ΜΕΙ-866647080459879,
২৯) যাহার মডেল নং-RMX3890, IMEI-861866067834616,
৩০) সাদা কালারের মোবাইল। যাহার মডেল নং-RMX5303, IMEI-868401072113013,

জ) REDMI মোবাইল সেট।
৩১) যাহার মডেল নং-2203333OBI, IMEI-868787066096069,
৩২) যাহার মডেল নং-220233121, IMEI –
869608061550364,
৩৩) ০১টি AWESOME মোবাইল সেট, যাহার মডেল নং-A667LP, IMEI-350281290686281 ৩৪)০১টি কালো রংয়ের মোবাইল সেট, যাহার মডেল নং-RMX3998, IMEI-862859073240612,

ঝ) AWESOME, ITEL, LG, ORBIT মোবাইল সেট।
৩৫) AWESOME মোবাইল সেট, যাহার মডেল নং-A667LP, IMEI-350281290686281
৩৬) ০১টি কালো রংয়ের মোবাইল সেট, যাহার মডেল নং-RMX3998, IMEI-862859073240612,
৩৭) ০১টি সিলভার কালার ITEL মোবাইল সেট, যাহার IMEI-850412312312380,
৩৮) ০১টি কালো রংয়ের মোবাইল সেট, যাহার IMEI-860838075689234,
৩৯) ০১টি সিলভার রংয়ের এলজি মোবাইল সেট, যাহার IMEI-356590110556776, ৪০) ০১টি সিলভার রংয়ের ORBIT মোবাইল, যাহার IMEI-860140202884535.

ঞ) ONEPLUS মোবাইল সেট।
৪১) যাহার মডেল নং-BE2029, IMEI-869360051877213,

ট) VIVO মোবাইল সেট।

৪২) যাহার মডেল নং-V2419,
IΜΕΙ -867403078333067,
৪৩) IMEI-862024676898973,
88) IMEI-869575065884018,
8৫)IMEI-865529076492752,
8৬)IMEI-864750069985690,
৪৭) IMEI-861142052722434,

ঠ) i-Phone মোবাইল সেট।
৪৮) যাহার IMEI-353035114012056,
৪৯) যাহার IMEI-353978101579274,

*বাকী মোবাইল সেট গুলো লক থাকায় আইএমইআই বের করা সম্ভব হয়নি।

বিঃদ্রঃ উদ্ধারকৃত মোবাইল ফোন বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে প্রকৃত মালিককে ফেরত প্রদান করা হবে। এ সংক্রান্তে প্রকৃত মালিকগণ আগামী ২১,২২,২৩ সেপ্টেম্বর/২০২৫খ্রিঃ (রবি, সোম, মঙ্গল) মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগে (মনছুরাবাদ) পুলিশ লাইন্সে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।

নির্দেশনাঃ-

১। মালিকানা সঠিক ডকুমেন্ট নিয়ে আসতে হবে।

২। পাসওয়ার্ড/ফিঙ্গারপ্রিন্ট লাগবে।

৩। ডিবি (বন্দর) কার্যালয়ে রক্ষিত নির্দিষ্ট ফরমে বিজ্ঞ আদালত বরাবর আবেদন করতে হবে।

৪। জাতীয় পরিচয়পত্রের কপি।

যোগাযোগঃ- পুলিশ পরিদর্শক জনাব ধীমান মজুমদার, মোবাঃ-০১৮১৬-৬১২৫৬৬ এসআই জনাব মোঃ ইমাম হোসেন, মোবাঃ-০১৭১১-৪৬১৮৯৭

মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ, সিএমপি, চট্টগ্রাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।