ঢাকাThursday , 18 September 2025
  • অন্যান্য

ধনবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

Link Copied!

 

মো: শাহ্ পরানুল ইসলাম, রনি ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহীন মাহমুদ। সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. সায়েম ইমরান। এতে উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ, ধনবাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

এছাড়াও সভায় অংশ নেন—ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান, জামায়াতে ইসলামী প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, বাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি।

সভায় বক্তারা উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ মাটি কাটা, ইভটিজিং, অনলাইন জুয়া, চুরি-ছিনতাই, ডাকাতি, আত্মহত্যা, ধর্ষণ, অপহরণ, অগ্নিকাণ্ড, বাল্যবিবাহ ও ঘুষ-দুর্নীতি প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনগণের সচেতনতা ও সহযোগিতা জরুরি। একসাথে কাজ করলে যেকোনো অপরাধ দমন সম্ভব।”

স্থানীয় প্রতিনিধিরা জানান, এসব অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, শিক্ষক, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।