এস কে অজিবর রহমান।
কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় এ খেলার উদ্বোধন হয়। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। তিনি বলেন, “ক্রীড়া শুধু বিনোদনের জন্য নয়, এটি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের অন্যতম মাধ্যম। ক্রীড়া তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং তাই প্রত্যেক শিক্ষার্থীর নিয়মিতভাবে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকা জরুরি।
এ সময় উপজেলা বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী,স্থানীয় জনপ্রতিনিধি ও ক্রীড়াপ্রেমী দর্শকরা মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
