ঢাকাThursday , 18 September 2025
  • অন্যান্য

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদের মাঠে আনুষ্ঠানিক ভাবে আনন্দঘন পরিবেশে উদ্বোধন হলো ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলা-২০২৫।

Link Copied!

 

এস কে অজিবর রহমান।

কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় এ খেলার উদ্বোধন হয়। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। তিনি বলেন, “ক্রীড়া শুধু বিনোদনের জন্য নয়, এটি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের অন্যতম মাধ্যম। ক্রীড়া তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং তাই প্রত্যেক শিক্ষার্থীর নিয়মিতভাবে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকা জরুরি।

এ সময় উপজেলা বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী,স্থানীয় জনপ্রতিনিধি ও ক্রীড়াপ্রেমী দর্শকরা মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।