মোঃ মোশারেফ হোসেন (মনা) নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ১৭-০৯-২০২৫ খ্রিঃ তারিখে রাজবাড়ী জেলার সদর ও গোয়ালন্দ উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান ও কারখানা পরিদর্শন সম্পন্ন করা হয়। উক্ত সার্ভিল্যান্স নিম্নলিখিত প্রতিষ্ঠানসমূহে পরিচালনা করা হয়।
১. ভাই ভাই ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার, গোয়ালন্দ মোড়, সদর, রাজবাড়ী এর ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়-বিতরণ বন্ধ রাখার পরামর্শ প্রদান করা হয়।
২. রাজবাড়ী মিষ্টান্ন ভাণ্ডার, গোয়ালন্দ মোড়, সদর, রাজবাড়ী এর ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়-বিতরণ বন্ধ রাখার পরামর্শ প্রদান করা হয়।
৩. মেঘলা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, আহলাদীপুর, গোয়ালন্দ মোড়, সদর, রাজবাড়ী এর বিস্কুট ও ব্রেড পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়-বিতরণ বন্ধ রাখার পরামর্শ প্রদান করা হয়।
৪. মায়ের দোয়া বেকারী, ধুলদী জয়পুর, গোয়ালন্দ মোড়, সদর, রাজবাড়ী এর বিস্কুট ও ব্রেড পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়-বিতরণ বন্ধ রাখার পরামর্শ প্রদান করা হয়।
৫. আল আমিন ব্রেড এন্ড বিস্কুট বেকারী, ধুলদী জয়পুর, গোয়ালন্দ মোড়, সদর, রাজবাড়ী এর বিস্কুট ও ব্রেড পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়-বিতরণ বন্ধ রাখার পরামর্শ প্রদান করা হয়।
৬. পদ্মা ফুড, সাইনবোর্ড, দৌলতদিয়া ঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী এর বিস্কুট, ব্রেড ও কেক পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়-বিতরণ বন্ধ রাখার পরামর্শ প্রদান করা হয়।
৭. পদ্মা ফ্লাওয়ার মিল, দক্ষিণ দৌলতদিয়া, গোয়ালন্দ, রাজবাড়ী এর আটা ও ভুষি পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়-বিতরণ বন্ধ রাখার পরামর্শ প্রদান করা হয়।
৮. রাজবাড়ী ইকো কংক্রিট প্রোডাক্টস, কল্যাণপুর, সদর, রাজবাড়ী এর কংক্রিট পেভিং ব্লকস পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়-বিতরণ বন্ধ রাখার পরামর্শ প্রদান করা হয়।
৯. আচারী ডালা, বিনোদপুর, সদর, রাজবাড়ী এর আচার পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়-বিতরণ বন্ধ রাখার পরামর্শ প্রদান করা হয়।
১০. স্বপ্নীল এগ্রো ফুড, বিনোদপুর, সদর, রাজবাড়ী এর ফার্মেন্টেড মিল্ক (দই) ও ঘি পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়-বিতরণ বন্ধ রাখার পরামর্শ প্রদান করা হয়।
উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা প্রকৌঃ শশী কান্ত দাস, সহকারী পরিচালক (সিএম), বিএসটিআই, ফরিদপুর ও প্রকৌঃ এস, এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ফরিদপুর দায়িত্ব পালন করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
