ঢাকাThursday , 18 September 2025
  • অন্যান্য

সাতক্ষীরা সীমান্তে ত্রিশ হাজার আমেরিকান ডলার উদ্ধার করেছে বিজিবি বর্ডার গার্ড

Link Copied!

 

মোঃ মোশারেফ (মনা) যশোর প্রতিনিধিঃ

১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ০৯০০ ঘটিকায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল আসামীবিহীন ৩০,০০০ আমেরিকান ডলার যা বাংলাদেশী মুদ্রায় ৩৬,৩৭,২০০/- (ছত্রিশ লক্ষ সাইত্রিশ হাজার দুইশত) টাকা আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ ও ৯ আরবি এর মধ্যবর্তী শূন্য লাইন হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেতুলতলা নামক স্থান দিয়ে আমেরিকান ডলার ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অধিনায়কের নির্দেশে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় আভিযানিক টহল দল তেতুলতলা নামক স্থান দিয়ে সীমান্তের দিকে গমনকালে বর্ণিত স্থান হতে সন্দেহভাজন একজন ব্যক্তিকে ধাওয়া করলে তার হাতে বহনকারী ০১টি পলিথিন ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উক্ত স্থানে তল্লাশি করে চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগের মধ্যে হতে (১০০ ডলারের ০৩টি বান্ডিল) ৩০,০০০ আমেরিকান ডলার উদ্ধার করে যা বাংলাদেশী মুদ্রায় ৩৬,৩৭,২০০/- (ছত্রিশ লক্ষ সাইত্রিশ হাজার দুইশত) টাকা।

উদ্ধারকৃত ৩০,০০০ আমেরিকান ডলারের সিজার মূল্য ৩৬,৩৭,২০০/- (ছত্রিশ লক্ষ সাইত্রিশ হাজার দুইশত) টাকা।

উদ্ধারকৃত মার্কিন ডলার কোর্টের আদেশ গ্রহণ ও যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।