ঢাকাWednesday , 17 September 2025
  • অন্যান্য

সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন, শুশীলন টাইগার পয়েন্ট, মুন্সিগঞ্জ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এর অপব্যবহার রোধে সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

এস কে অজিবর রহমান।

অদ্য ১৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে বিকাশ লিমিটেড আয়োজনে ও জেলা পুলিশ সাতক্ষীরার সার্বিক সহযোগিতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন, শুশীলন টাইগার পয়েন্ট, মুন্সিগঞ্জে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এর অপব্যবহার রোধে সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মুকিত হাসান খাঁন, মহোদয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি মহোদয় বলেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) ব্যবহার করে বিভিন্ন অপকৌশলে প্রতারক চক্র সাধারণ মানুষের কষ্টের্জিত অর্থ হাতিয়ে নিচ্ছে। অপরাধী চক্র সম্পর্কে তথ্য কীভাবে কাজে লাগিয়ে তাদের শনাক্ত করা ও আইনের আওতায় আনা যায়, সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া সাতক্ষীরা জেলার সকল বিকাশ এজেন্টদের বিকাশে লেনদেনের বিষয়ে গ্রাহকের পরিচয় নিশ্চিত করার জন্য আহব্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন বিকাশের ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর (অব.) জনাব এ কে এম মনিরুল করিম,রিজিওনাল ম্যানেজার জনাব বদরুদ্দোজা , এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ম্যানেজার জনাব কামরুল ইসলাম ,এক্সটার্নাল অ্যাফেয়ার্সের এসিস্ট্যান্ট ম্যানেজার জনাব মোঃ সাব্বির ফয়সাল, জনাব মো: হুমায়ুন কবির মোল্যা, অফিসার ইনচার্জ, শ্যামনগর থানা, জনাব গোলাম কিবরিয়া হাসান, অফিসার ইনচার্জ, দেবহাটা থানা, জনাব মোহাম্মদ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, কালিগঞ্জ থানাসহ সাতক্ষীরা জেলা বিকাশের সম্মানিত এজেন্ট বৃন্দ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।