মোঃ মোশারেফ হোসেন (মনা) নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ১৬.০৯.২০২৫ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলা প্রশাসন, ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই জেলা কার্যালয় ফরিদপুর, ফরিদপুর জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে গঠিত “টাস্কফোর্স” এর পরিচালনায় ফরিদপুর জেলার সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অনুষ্ঠিত হয়। উক্ত আদালতে নিম্নবর্ণিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছেঃ
১. সাদ ড্রিংকিং ওয়াটার, মালাঙ্গা, কানাইপুর, সদর, ফরিদপুর এর প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ ও লেবেল বিহীন পণ্য উৎপাদন ও বিক্রয় করায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” মোতাবেক ২,০০০/- জরিমানা করা হয়।
২. মা ওয়াটার, মালাঙ্গা, কানাইপুর, সদর, ফরিদপুর এর প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের আবেদনের জন্য ০২ (দুই) কার্যদিবস সময় প্রদান করা হয়।
৩. সিদ্দিকীয়া কনফেকশনারী এন্ড সুইটস, কানাইপুর বাজার, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন পরিবেশে মোড়কবিহীন ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্য সংরক্ষণ করায় “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯” মোতানেক ৩,০০০/- টাকা জরিমানা করা হয়।
৪. হোটেল তৃপ্তি এন্ড বিরিয়ানী হাউজ, কানাইপুর বাজার, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানে মোড়কজাত নিবন্ধন সনদ ও লেবেল বিহীন পণ্য উৎপাদন ও বিক্রয় করায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮” মোতাবেক ৫,০০০/- জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি জনাব নাজমুন্নাহার নাঈম, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর এবং জনাব দীপ্ত চক্রবর্তী, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর মহোদয়ের নেতৃত্বে পরিচালিত হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ খালিদ হাসান, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ফরিদপুর; প্রকৌঃ এস এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ফরিদপুর; প্রকৌঃ মোঃ সাব্বির হোসেন পুলক, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ফরিদপুর;
মোঃ জুবায়ের আল-সিদ্দিকী, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ফরিদপুর উপস্থিত ছিলেন।
জনস্বার্থে বিএসটিআই, ফরিদপুর এর এরকম অভিযান অব্যাহত থাকবে।
