এস কে অজিবর রহমান।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত পরিচয়ের এক মানসিক ভারসাম্যহীন নারীর কোলে জন্ম নিল একটি নবজাতক। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে সুস্থ এক কন্যা শিশুর জন্ম হয়।
প্রায় এক মাস আগে মৌতলা বাজার এলাকায় অন্তঃসত্ত্বা অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা যায় ওই নারীকে। পরে স্থানীয়রা কমিউনিটি ক্লিনিকের কর্মীদের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদের দিকনির্দেশনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিয়মিত চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করেন। অবশেষে সঠিক পরিচর্যা ও চিকিৎসার মাধ্যমে মা ও শিশু দুজনেই সুস্থভাবে জীবন পেতে শুরু করেছেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতেই হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডল। এ সময় তিনি নবজাতককে কোলে নেন এবং শিশুটির সুস্থতা ও ভবিষ্যৎ সুরক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ।
প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীলরা জানিয়েছেন, নবজাতকের নিরাপত্তা ও সঠিক পরিচর্যার জন্য সরকারি উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ওই অজ্ঞাত নারীর দীর্ঘমেয়াদী চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
এদিকে মানসিক ভারসাম্যহীন ওই নারীর গর্ভধারণ ও সন্তানের জন্মকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা চলছে। সচেতন মহল মনে করছেন নারীর প্রতি শোষণ ও নির্যাতনের এ ঘটনাটি খতিয়ে দেখা প্রয়োজন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটির ভবিষ্যৎ যেন অন্ধকারে না যায়, সে ব্যাপারে সব ধরনের সরকারি ভাবে সুরক্ষা ও সহায়তা প্রদান করা হবে।
