মোঃ মোশারেফ হোসেন (মনা) নিজস্ব প্রতিনিধিঃ
১৩/০৯/২০২৫ইং তারিখ স্পেশাল-হাইওয়ে মোবাইল-২(নৈশ) অফিসার এসআই/মোঃ রমিজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ডিউটি করাকালীন সময় জাতীয় জরুরী সেবা ‘‘৯৯৯’’ এর মাধ্যমে সংবাদ পায় যে, চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন জয়নগর কেউটিয়া কুলাল পাড়া এলাকা হতে ০২টি সিএনজি চুরি করিয়া চোর দলের সদস্য সিএনজি ০২টি বিক্রয়ের জন্য বায়েজিদ বোস্তামী থানাধীন লিংক রোড এলাকায় অবস্থান করিতেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া সঙ্গীয় ফোর্সসহ অফিসার জনাব মোহাম্মাদ কামরুজ্জামান এর নেতৃত্বে এসআই/মোঃ রমিজ উদ্দীন সঙ্গীয় ফোর্স সহ ১৪/০৯/২০২৫ইং তারিখ রাত ০৩:৪৫ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন লিংক রোড ৬নং ব্রীজ এলাকা হতে আসামী ১। মোঃ নুরুল কবীর (২৭), পিতা- মৃত সামসুল আলম, মাতা- মৃত জরিনা খাতুন, সাং-পানবাজার, সিলেটিপাড়া, মানিক সরদারবাড়ী, ০৫নং ওয়ার্ড, থানা-আলীকদম, জেলা-বান্দরবান, বর্তমান-রৌফাবাদ, আসমানের ভাড়াটিয়া, থানা-বায়েজিদ বোস্তামী জেলা-চট্টগ্রাম, ০২। মোঃ কামাল হোসেন(৫০), পিতা- মৃত কালা মিয়া, মাতা- আনোয়ারা বেগম, সাং-রমাগঞ্জ, শেরআলীর বাড়ী, থানা-লালমোহন, জেলা-ভোলা, বর্তমানে-পুরাতন ওয়াপদা অফিস, কাদের ম্যানশন, ৫ম তলা, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রামদ্বয়কে আটক করে এবং তাদের হেফাজত হতে চোরাই হওয়া সিএনজি চট্টগ্রাম-থ-১৩-১৭৫০, চেসিস নং- MD2A44AZIDWH-49807, ইঞ্জিন নং- AFZWDH-61741, মূল্য অনুমান-৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা উদ্ধার পূর্বক জব্দ করেন। ১ ও ২নং আসামীর দেওয়া তথ্যমতে সীতাকুন্ড থানাধীন উত্তর সলিমপুর ফৌজদারহাট সিএনজি ফিলিং স্টেশনের সামনে রাস্তার উপর হতে ৩। মোঃ ইকবাল হোসেন(৩৭), পিতা- রুস্তম আলী, মাতা- আয়েশা খাতুন, সাং- পূর্ব রাউজান গুচ্ছগ্রাম, ০৭নং ওয়ার্ড, থানা- রাউজান , জেলা- চট্টগ্রাম, বর্তমান-মুন্সীরঘাটা, সিকদারের বাড়ী, জসিমের কলোনী, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম, ০৪। মোঃ রুহুল আমিন (৬৮), পিতা-মৃত নুর মিয়া, মাতা-মৃত ফয়েজুন নেছা, সাং-শালিকা পশ্চিম পাড়া, নুর মিয়ার বাড়ী, ১নং ওয়ার্ড, ৩নং সুহিলপুর ইউপি, থানা-চাঁন্দিনা, জেলা-কুমিল্লা, বর্তমান-পুরাতন ওয়াপদা অফিস, কাদের ম্যানশন, ৫ম তলা, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রামদের আটক করে তাদের হেফাজত হতে ১৪/০৯/২০২৫ ইং তারিখ ভোর ০৪:৩০ ঘটিকার সময় সাক্ষীদের উপস্থিতিতে চুরি হওয়া সিএনজি যাহার রেজিঃ নং-চট্টগ্রাম-থ-১২-৩৮৩২, চেসিস নং- MD2AAAFZ2UWM-50021, ইঞ্জিন নং- AFMBUN49323, মূল্য অনুমান-৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা উদ্ধারপূর্বক জব্দ করে। উক্ত আসামীরা আমলযোগ্য অপরাধে জড়িত হওয়ায় তাদেরকে আপাতত ফৌঃ কাঃ বিঃ ৫৪ ধারায় গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ হয়েছে। বর্ণিত চুরির ঘটনায় চট্টগ্রাম জেলার রাউজান থানায় মামলা প্রক্রিয়াধীন।
