ঢাকাMonday , 15 September 2025
  • অন্যান্য

সাতক্ষীরায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী আনজুয়ারা খাতুন গ্রেফতার

Link Copied!

 

এস কে অজিবর রহমান কালিগঞ্জ সাতক্ষীরা।

সাতক্ষীরা সদরের গড়ের কান্দা এলাকায় যৌথ বাহিনী বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী আনজুয়ারা খাতুনকে গ্রেফতার করেছে। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আনজুয়ারা ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে। যৌথ বাহিনীর হঠাৎ অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, আনজুয়ারা মাদক ব্যবসার মূলহোতা হিসেবে দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাকে অবশেষে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে, যা গণনা চলছে।
এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বলেন, “যে কোনো মূল্যে সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। অপরাধী যেই হোক, ছাড় দেওয়া হবে না।”

গ্রেফতারের পর আনজুয়ারাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।