মনা যশোর প্রতিনিধিঃ
যশোরে দেশের সর্ববৃহৎ স্থল বন্দর বেনাপোল এলাকায় যানবহন নিরাপত্তা ও যানজট নিরশনে নিয়োজিত কমিউনিটি পুলিশ সদস্যদের মধ্যে ইউনিফর্ম (আনুষ্ঠানিক পোষক) বিতরণ করে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি।
বেনাপোল বন্দর সংলগ্ন ২নং গেইট সম্মুখস্ত সমিতি’র নিজস্ব কার্যালয়ে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশ সদস্যদেরকে ইউনিফর্ম(আনুষ্ঠানিক পোষাক) বিতরণ করা হয়। ঐ সকল সদস্যদের হাতে পোষাক তুলে দেন ‘বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি’র সভাপতি ও বেনাপোল পৌর বিএনপি’র সহ:সভাপতি-এ কে এম আতিকুজ্জামান সনি।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন সমিতি’র কার্যনির্বাহী কমিটি’র অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য,বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানী’র ক্ষেত্রে বেনাপোল স্থলবন্দর একটি গুরুত্বপূর্ণ স্থান। পণ্য খালাস এবং উঠা-নামা’র ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় এ বন্দর ঘিরে ভারতীয় ট্রাক এবং বাংলাদেশী ট্রাকের চলাচলে সড়কগুলোতে প্রতিনিয়তই যানজট লেগে থাকে,আবার খালাসের অপেক্ষায় থাকা শত শত ট্রাক দিন-রাত আটকা পড়ে থাকে এ সকল সড়ক গুলোয়।
ফলে, পণ্য বোঝাই যানবাহণের নিরাপত্তা এবং যানজট নিরসনে “বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি” র পক্ষ থেকে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রায় দেড় শতাধিক কমিউনিটি পুলিশ সদস্যদের বেতন-ভাতা এবং ইউনিফর্ম(আনুষ্ঠানিক পোষাক) প্রদান করা হয়ে থাকে।
