মুহাম্মদ হাদিসুর রহমান (জয়পুরহাট জেলা প্রতিনিধি)
নতুন রূপে সাজিয়ে উঠছে জয়পুরহাট শহর । গ্রীন শহর রাজশাহীর মতো রাস্তার ডিভাইডারে লাগানো হচ্ছে নানান রকম গাছ। জয়পুরহাট শহরের মানুষের গাছ লাগানোই বলে দিচ্ছে গ্রীন শহর রাজশাহীর দ্বিতীয় গ্রীন শহর জয়পুরহাট।
আবেগে বলেন আর হুজুগেই বলেন , একটা শহরের প্রায় দুই কিলোমিটারের বেশি সড়কের ডিভাইডারে কিছু কিছু অংশ বাদে পুরাটা গাছ লাগিয়েছে জয়পুরহাট শহরের মানুষ গুলো । এটা জয়পুরহাটের মানুষের একটা অ্যাচিভমেন্ট ।
এই কাজটুকু করার জন্য সরকারি কোন প্রতিষ্টানের সাহায্যের দরকার হয়নি । আমাদের শহরেই মানুষ গুলো নিজ নিজ দায়িত্বে আর ভালোলাগা থেকেই করেছে । অনেকেই সন্ধ্যাবেলা নিজ দায়িত্বে বালতি করে গাছ গুলোতে পানি দিচ্ছে।
জয়পুরহাট শহরের মানুষের মুখে একটাই স্লোগান এখনো চলছে,
এই শহর আমাদের, এই শহরকে সাজানোর দ্বায়িত্ব ও আমাদের। তাই আমাদের শহর, যতটুকু পেরেছি আমরা নিজেরাই সাজিয়েছি…
এইভাবেই এই শহরকে নতুন রূপে সাজিয়ে তুলবো আমরা ইনশাআল্লাহ।
