ঢাকাSaturday , 13 September 2025
  • অন্যান্য

শার্শা গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় পুরুষ ও নারী সহ ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি)

Link Copied!

 

মোঃ মোশারেফ হোসেন (মনা) নিজস্ব প্রতিনিধিঃ

যশোরের শার্শা উপজেলায় অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা চলাকালীন দুই নারী ও দুই পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে গোগা সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

বিজিবি জানিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে তারা জানতে পারে যে কিছু নারী-পুরুষ পাসপোর্ট ও ভিসা ছাড়া সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করবে। এ খবরের ভিত্তিতে গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্তে অবস্থান নেন।

আটককৃতরা হলেন- যশোরের অভয়নগর থানার বর্ণিমালাধরা গ্রামের কামরুল মোল্লরে ছেলে মিঠু মোল্লা (৩২), একই থানার পাতালিয়া গ্রামের মৃত আহমদ সরদারের ছেলে মিজানুর সরদার (৪৫), যশোর কোতোয়ালি থানার বলডাঙ্গা গ্রামের সরোয়ার বিশ্বাসের মেয়ে শাপলা খাতুন (২৩) ও পিরোজপুরের নাজিরপুর থানার চরখোলা গ্রামের রতন খলিফার মেয়ে সুমি আক্তার (২৪)।

আটকের সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে বিজিবি তাদের পাচারকারীকে ধরতে পারেনি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।