ঢাকাSaturday , 13 September 2025
  • অন্যান্য

নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে ১৭ জন উত্তীর্ণ

Link Copied!

 

মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ১২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ (শুক্রবার) নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ, জুন-২০২৫ খ্রিঃ এর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে প্রাথমিকভাবে বাছাইকৃতদের ফলাফল প্রকাশ করেন নিয়োগ বোর্ডের সভাপতি নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার)। প্রাথমিকভাবে ১৬ জন পুরুষ ও ০১ জন নারীকে কনস্টেবল পদে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। এই ১৭ জনের মেডিকেল পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন এর মাধ্যমে চূড়ান্তভাবে নিয়োগ দেয়া হবে। সম্মানিত পুলিশ সুপার মহোদয় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সেবার ব্রত নিয়ে কাজ করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সচেষ্ট থাকার আহ্বান জানান।

এই সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।