মোঃ আল-আমিন হোসেন
নরসিংদী জেলা প্রতিনিধি
পরিচ্ছন্নতা শুধু ব্যক্তিগত অভ্যাস নয়, বরং সামাজিক দায়িত্বও বটে। বর্তমান সময়ে গ্রাম বা শহর— সর্বত্র বর্জ্য ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার সমাধান তরুণ প্রজন্মকে সচেতন করে তোলার মাধ্যমেই সম্ভব। এই লক্ষ্যকে সামনে রেখে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বগাদী গ্রামের বগাদী উচ্চ বিদ্যালয়ে ২১ আগস্ট ২০২৫ তারিখে আয়োজিত হয় এক বিশেষ সচেতনতা কর্মশালা “সচ্ছতা”।
এই কর্মশালার আয়োজন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী মনিকা সরকার। মনিকা সরকার নিজেই জানান, তার স্বপ্ন হলো স্থানীয় পর্যায়ে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব আচরণে উদ্বুদ্ধ করা এবং পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা। পুরো অনুষ্ঠানটি সম্ভব হয় আন্তর্জাতিক সংস্থা Ecollab–এর অর্থায়ন ও সহায়তায়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কুইজ প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা, পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে তাদের জ্ঞান প্রদর্শন করে। প্রতিযোগিতার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। এছাড়া শিক্ষার্থীরা নিজেরা পরিবেশ সচেতনতা বিষয়ক পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করে, যা অন্য সহপাঠীদের মধ্যে শিক্ষার আগ্রহ সৃষ্টি করে। বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় আবর্জনার ঝুড়ি (Trash Basket)। এ উদ্যোগ বিদ্যালয়কে আরও পরিষ্কার রাখার পাশাপাশি শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতার চর্চা গড়ে তুলতে সহায়ক হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জাকির হোসেন অনুষ্ঠানটি আয়োজনের অনুমতি দিয়ে সার্বিক সহযোগিতা করেন। শুধু তিনি নন, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারাও এদিন শিক্ষার্থীদের পাশে থেকে তাদের উৎসাহিত করেন। ফলে শিক্ষার্থীরা অনুষ্ঠান চলাকালে অত্যন্ত ধৈর্যশীল, মনোযোগী ও প্রাণবন্ত অংশগ্রহণ প্রদর্শন করে।
কর্মশালা শেষে আয়োজক মনিকা সরকার বলেন—
“আমার উদ্দেশ্য ছিল শুধুমাত্র একটি দিনের অনুষ্ঠান নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে এমন মানসিকতা তৈরি করা যাতে তারা নিজেদের বিদ্যালয় ও গ্রামকে দীর্ঘমেয়াদে পরিচ্ছন্ন রাখতে পারে। আমরা চাই শিক্ষার্থীরা পরিবেশের দূত হয়ে উঠুক।”
