ঢাকাMonday , 4 August 2025
  • অন্যান্য

যশোর শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর সাজা পরোয়ানাভূক্ত আসামী গ্ৰেফতার-৩

Link Copied!

মনা যশোর প্রতিনিধিঃ

শার্শা থানার অফিসার ইনচার্জ জনাব কে.এম বরিউল ইসলাম এর নেতৃত্বে শার্শা থানা পুলিশের এসআই(নিঃ)/শেখ আশরাফুল আলম, এএসআই(নিঃ)/পুলক কুমার কুন্ডু, এএসআই(নিঃ)/মোঃ সিলন আলী সঙ্গীয় অফিসার ও নারী ফোর্সের সমন্বয়ে একটি টিম শার্শা থানা গোড়পাড়া পুলিশ ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে ইং ০৪/০৮/২০২৫ খ্রিঃ তারিখ কাশিপুর এলাকা হতে রাজবাড়ী সদর থানার মামলা নং-০৪(০৫)১২ এর সাজা পরোয়ানা ভূক্ত আসামী ০১। আছিয়া খাতুন, ০২। মোঃ আঃ রাজ্জাক ও ০৩। সুফিয়া গনকে শালীনতা বজায় রেখে হেফাজতে গ্রহন করে।

গ্রেফতারকৃত আসামীদেরকে ইং ০৪/০৮/২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আসামীদের নাম ও ঠিকানাঃ

০১। নামঃ- আছিয়া খাতুন
স্বামীঃ- মৃত জনাব আলী
সাংঃ- কাশিপুর(পশ্চিমপাড়া)
থানাঃ- শার্শা
জেলাঃ- যশোর।
০২। নামঃ- মোঃ আঃ রাজ্জাক
পিতাঃ- মৃত চান্দু প্রদানিয়া
সাংঃ- কাশিপুর(পশ্চিমপাড়া)
থানাঃ- শার্শা
জেলাঃ- যশোর।
০৩। নামঃ- সুফিয়া
স্বামীঃ- মোস্তফা মন্ডল
সাংঃ- কাশিপুর(পশ্চিমপাড়া)
থানাঃ- শার্শা
জেলাঃ- যশোর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।