ঢাকাFriday , 3 June 2022
  • অন্যান্য

ডিবির জালে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক।

Link Copied!

তিমির বনিক,ব্যুরো প্রধান সিলেট:

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১শ৩৫ পিস ইয়াবাসহ মাদক দুই কারবারি গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন পাত্রখোলা চৌমুনা সিএনজি স্ট্যান্ডের সামন থেকে ১৩৫ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা । গ্রেফতারকৃতরা হলেন জিলই মিয়া ওরফে জিলাই মিয়া (৩২), পিতা-মৃত বারিক মিয়া, সাং-দক্ষিণ গুলের হাওর, ২. আফাং মিয়া (৪২), পিতা-মৃত গোলাপ মিয়া, প্রেমনগর, থানা-রাজনগর, বর্তমান ঠিকানা- গুলের হাওর টিলা, উভয় মৌলভীবাজারের কমলগঞ্জে। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।