ঢাকাWednesday , 2 April 2025
  • অন্যান্য

জাতিয় সাংবাদিক সংস্থা নলছিটি উপজেলা শাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ

Link Copied!

 

রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধিঃ

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জনকল্যাণ সচিব সাংবাদিক মো. রাসেল ইসলাম জীবনের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার নলছিটি উপজেলা ইউনিটি। মঙ্গলবার বিকেলে জাতীয় সাংবাদিক সংস্থা নলছিটি উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মোঃ খলিলুর রহমান মৃধা। সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আমির হোসেনের সঞ্চালনায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি ও নলছিটি প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস তালুকদার, সহসাধারণ সম্পাদক খালিদ হাসান তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ হাওলাদার, অর্থ সম্পাদক মোঃ সাইদুর রহমান কবির, সদস্য তপন কুমার দাস, মিসেস রুনা আমির, সোহেল রানা, অরবিন্দ পোদ্ধার তপু প্রমুখ।

বক্তারা অবিলম্বে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। এছাড়াও সাংবাদিকদের কল্যানে জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মরহুম মোঃ আলতাফ হোসেন ঘোষিত ২১দফা দাবী বাস্তবায়নের জোড় দাবী জানান।

উল্লেখ্য, সোমবার ঈদুল ফিতরের নামাজ শেষে নারায়ণগঞ্জ বন্দরে ফ্যাসিস্ট হাসিনার ক্যাডার বাহিনী তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। বর্তমানে সাংবাদিক রাসেল ইসলাম জীবন ঢাকার পঙ্গু হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

সবশেষে নলছিটি উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে সাংবাদিক রাসেল’র দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।