ঢাকাWednesday , 26 March 2025
  • অন্যান্য

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

 

মনা যশোর প্রতিনিধিঃ

অদ্য ২৫/০৩/২০২৫খ্রিঃ বিকাল ১৫.৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে যশোর প্রেসক্লাব এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই নবাগত পুলিশ সুপার মহোদয় আগত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদে সাথে পরিচিত হন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন।

এসময় উপস্থিত সকল সাংবাদিকদের জন্য মুক্ত আলোচনার ব্যবস্থা করা হয়।

পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মহোদয় বক্তব্যের শুরুতেই মাদক, চাকু এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা জানান। তিনি যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করেন।

পুলিশের অ্যাক্টিভিটিস বৃদ্ধি করতে সকল ইউনিট কমান্ডারকে নিয়মিত তদারকি সহ দ্রুত আইনি ব্যবস্থা গ্ৰহণে নিদর্শনা প্রদান করেছি মর্মে জানান।

তিনি চাঁদাবাজির বিরুদ্ধে যশোর জিরো টলরেন্স থাকবে বলে কঠোর হুঁশিয়ারি দেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

পরিশেষে তিনি সমাজের দায়িত্বশীল সংবাদকর্মীদের প্রতি বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজের সঠিক তথ্য তুলে ধরতে আহ্বানের পাশাপাশি নিরাপদ ও মাদকমুক্ত যশোর গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

সভা সঞ্চালনা করেন জনাব নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার, ( প্রশাসন ও অর্থ), যশোর।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সংবাদ পত্রের সম্পাদক ও প্রকাশক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।