ঢাকাTuesday , 25 March 2025
  • অন্যান্য

নলছিটিতে গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

Link Copied!

 

রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৫ মার্চ) মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ফেরিঘাট সংলগ্ন বদ্ধভূমিতে শদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আব্দুস সালাম,উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:শিউলি পারভীন,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা:ইশতিয়াক,উপজেলা শিক্ষা কর্মকর্তা শিরিন আকতার,নলছিটি পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী ইঞ্জিনিয়ার আবুল হোসেন,নলছিটি ফায়ার স্টেশন অফিসার সহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ বীর মুক্তিযোদ্ধাগন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম।

এসময় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ ভয়ালকালো রাতে পাকিস্তানি বাহিনীর নৃশংস গনহত্যার স্মৃতি ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।