মনা যশোর প্রতিনিধিঃ
ইং ২২/০৩/২০২৫খ্রিঃ জেলা গোয়েন্দা শাখা(ডিবি),
যশোরের এসআই(নিঃ)/খান মাইদুল ইসলাম রাজিব, এসআই(নিঃ)/ বিপ্লব কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটা টিম কোতয়ালী মডেল থানা এলাকায় আসন্ন ঈদ ও চলমান রমজান কে কেন্দ্র করে জেলা পুলিশের জননিরাপত্তা ডিউটির অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনাকালে সন্ধ্যা ১৯.১৫ ঘটিকায় অত্র থানাধীন শংকরপুর বাস টার্মিনাল এলাকা হতে ৪টি গ্ৰেফতারী পরোয়ানাভুক্ত ১৮ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী জাফর(২৮) কে গ্ৰেফতার করেছে। সে জিআর-৮৫২/১৮(কোতয়ালী),এসটিসি-৬০/২৩(কোতয়ালী),এসটিসি-৩৪৮/১৭(কোতয়ালী),জিআর-৭৮০/১৮(কোতয়ালী) এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত । এছাড়াও তার বিরুদ্ধে ইতিপূর্বে থানায় খুন, অস্ত্র বিস্ফোরক, মাদক সহ সর্বমোট ১৮টি মামলা রয়েছে। সে শংকরপুর গ্ৰামের হান্নান @ তনু এর ছেলে। । সে দীর্ঘ দিন ধরে এলাকায় সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
এসংক্রান্তে গ্ৰেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
