ঢাকাMonday , 24 March 2025
  • অন্যান্য

বাগেরহাটে ওয়ালটন মিলিয়নিয়ার ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত

Link Copied!

 

শেখ সোহেল, বাগেরহাট জেলা প্রতিনিধি:

আসন্ন ঈদ উৎসবকে সামনে রেখে ‘দেশজুড়ে তোলপাড়, ওয়ালটন পণ্য কিনে হতে পারেন আবারও মিলিয়নিয়ার’ স্লোগানে সারা দেশের মতো বাগেরহাটেও চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২। দেশের অন্যতম শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন তাদের ক্রেতাদের জন্য বিশেষ এই ক্যাম্পেইন শুরু করেছে।

রবিবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে পিরোজপুর এরিয়ার আয়োজনে বাগেরহাট মিঠাপুকুর পাড়ে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম প্লাজার সামনে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার শাহানুর আলম, রিজিওনাল সেলস ম্যানেজার শামিম খান, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মিঠুন দাস, মিঠাপুকুর পাড় শাখার ম্যানেজার আরিফুল ইসলাম, আজিবর রহমান, সাজাদ্দুর রহমানসহ পিরোজপুর এরিয়ার বিভিন্ন কর্মকর্তারা।

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের এই সিজনে ক্রেতারা ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ১০ লাখ টাকা পর্যন্ত পুরস্কার জেতার সুযোগ পাবেন। পাশাপাশি থাকছে বিভিন্ন অঙ্কের ক্যাশ ভাউচার ও নিশ্চিত উপহার। ক্রেতারা যে কোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে এই অফার উপভোগ করতে পারবেন। সংশ্লিষ্ট শোরুম কর্তৃপক্ষ বিজয়ীদের পুরস্কার বুঝিয়ে দেবে।

ক্যাম্পেইনের অংশ হিসেবে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। ঘোড়ার গাড়ি, মোটরসাইকেল ও রিকশা নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালিটি বাগেরহাট জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

ওয়ালটনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ক্যাম্পেইনের প্রতিটি সিজনে গ্রাহকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। এরই ধারাবাহিকতায় এবারের ঈদ উপলক্ষে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ চালু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।