ঢাকাSaturday , 22 March 2025
  • অন্যান্য

ডিবির অভিযানে প্রতারণার মাধ্যমে প্রায় কোটি টাকা মূল্যের সরকারি সার আত্মসাৎ এর ঘটনায় গ্রেফতার-৩

Link Copied!

 

মনা যশোর প্রতিনিধিঃ

বাদী মোস্তাফিজুর রহমান অভয়নগর থানায় এজাহার দায়ের করেন সে নওয়াপাড়া এলাকার বিভিন্ন ঘাট হতে ফরিদপুর জেলার টেপাখোলা বাফার গোডাউনে সার পাঠানোর জন্য পূর্ব পরিচিত মিল্টন হোসেন এবং আবু বক্করের সাথে আলোচনা করলে তারা উভয়ে তাকে আশ্বস্ত করে তাদের পরিচিত ট্রাক দিয়ে মাল পৌঁছে দিবে। বাদী তাদের কথায় বিশ্বাস করে তাদের মাধ্যমে মাল পাঠাতে থাকে।

যথারীতি গত ইং ০৩/০২/২০২৫খ্রিঃ হতে ১৭/০২/২০২৫খ্রিঃ পর্যন্ত বিভিন্ন সময়ে ৪৮টি ট্রাকের মাধ্যমে সর্বমোট ৩১,৩৬০/-(একত্রিশ হাজার তিনশত ষাট) বস্তা সরকারি ইউরিয়া সার ঘাট থেকে লোড দিয়ে টেপাখোলার উদ্দেশ্যে যায়।

কিন্তু পরবর্তীতে বাদী টেপাখোলা বাফার গোডাউনের সাথে যোগাযোগ করে জানতে পারে যে ৪৮টি ট্রাকের মধ্যে ৩৩টি ট্রাকের মাল বুঝে পেয়েছে বাকি ১৫টি ট্রাক এখনো যায়নি।

বাদী তখন আসামিদের সাথে যোগাযোগ করে এবং বাকি ট্রাক গুলো না যাওয়ার কারণ জানতে চাইলে তারা বিভিন্ন অযুহাত দেখাতে থাকে বাদী বুঝতে পারে তারা প্রতারনার মাধ্যমে বাকি সার আত্মসাৎ করার চেষ্টা করছে। তখন বাদী থানায় এসে তাদের নামে মামলা দায়ের করেন।

ঘটনাটি অত্যন্ত চাঞ্চল্যকর হওয়ায় জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় সঠিক তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটনে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) যশোরকে নির্দেশ দেন।

পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখার(ডিবি) ইনচার্জের নেতৃত্বে এসআই(নিঃ)/ শেখ আবু হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম অভিযান পরিচালনা করে গত ইং ১৩/০৩/২০২৫খ্রিঃ রাত ২০.১০ ঘটিকায় আসামি আবু বক্কারের(৫০) অফিস হতে তাকে এবং অপর আসামি মিলন হোসেন(৪৫) কে গ্রেফতার করে।

পরবর্তীতে আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সার আত্মসাৎ করার কথা স্বীকার করলে তাদের দেওয়া তথ্যমতে
ইং ১৪/০৩/২০২৫খ্রিঃ বাঘারপাড়ার চতুরবাড়িয়া বাজার হতে ৪৩৫(চারশত পয়ত্রিশ) বস্তা সার উদ্ধার করা হয়।

এরই মাঝে মামলার অপর আসামি উজ্জল কুমার সাহা(৩৫) কে গ্রেফতার করা হয় এবং তাকে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ধারাবাহিকভাবে অভিযান করে গত ইং ১৬/০৩/২০২৫খ্রিঃ শার্শা থানাধীন বাগআচড়া বাজার হতে ৮০০(আটশত) বস্তা, ইং ১৭/০৩/২০২৫খ্রিঃ কোতয়ালী মডেল থানাধীন পুলেরহাট বাজার হতে ৪৬০(চারশত ষাট) বস্তা, একই দিন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানাধীন বারোবাজার হতে ৯২০(নয়শত বিশ) বস্তা এবং ইং ১৯/০৩/২০২৫খ্রিঃ মণিরামপুর থানাধীন জয়পুর গোপের বাজার হতে ৪০০(চারশত) বস্তা, সর্বমোট ৩,০১৫বস্তা(তিন হাজার পনের, যার মূল্য ৪২,২১,০০০/- টাকা) সরকারি বিসিআইসি ইউরিয়া সার উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

এসংক্রান্তে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।