ঢাকাMonday , 17 March 2025
  • অন্যান্য

ঘাটাইল গারোবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই 

Link Copied!

 

মোঃ বিপ্লব হোসেন টাংগাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজার বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে।

রোববার (১৬ মার্চ)  রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তারাবির নামাজের সময় রাজ্জাক নামের গাড়ির মিস্ত্রি আগুন দেখতে পেয়ে ডাকাডাকি শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। কিন্তু মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস স্টেশন প্রায় ২৫ কিলোমিটার দূরে হওয়ায় ফায়ার সার্ভস পৌছাতে পৌছাতেই দোকানগুলোর অধিকাংশ পুরে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় লোকজনের ভাষ্যমতে আগুনে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘাটাইল ফায়ার স্টেশন এর ওয়ার হাউজ ইনস্পেক্টর রতন কুমার দেবনাথ জানান, হটলাইনের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে মধুপুর ও ঘাটাইল ফায়ার স্টেশনের ৪টি ইউনিটের প্রায় ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হোন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো সুনিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রায় এককোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।