ঢাকাSunday , 16 March 2025
  • অন্যান্য

শিবগঞ্জ বাক প্রতিবন্ধী শিশু ধর্ষণের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

Link Copied!

 

রহিম আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাক প্রতিবন্ধী শিশু কে বর্বরচিত ধর্ষণ ও পাশবিক নির্যাতন কারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ মার্চ ২০২৫) সকাল ১০ টার সময় শাহবাজপুর ইউনিয়নের শান্তি মোড়ে ইউনিয়ন এলাকাবাসীর আয়োজনে ঘন্টা ব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন নির্যাতিত প্রতিবন্ধী শিশুর পিতা ও পরিবারের সদস্যরাসহ শিবগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম, শাহবাজপুর ইউনিয়ন সেচ্ছাসেবদলের আহবায়ক বেনিয়ামিন নবিন সদস্য সচিব পলাশ মাহমুদসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক’শ মানুষ অংশ গ্রহণ করে ।

এই সময় বক্তৃতারা বলেন, আমাদের বোন বাক প্রতিবন্ধীনের বর্বরচিত ধর্ষণ ও পাশবিক নির্যাতনের দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। সেই সাথে সরকার কে হুশিয়ার করে বলতে চাই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত বিএনপির, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ভুক্তভোগী পরিবারটির পাশে থাকবে।

উল্লেখ, গত ১৪ মার্চ প্রতিবন্ধী শিশুর উপর বর্বরচিত ধর্ষণের ঘটনায় তিন জন আসামি কে আটক করছে পুলিশ, ভুক্তভোগী শিশুটি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।