ঢাকাSaturday , 15 March 2025
  • অন্যান্য

পাঁচবিবিতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার

Link Copied!

 

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মাফিজুর রহমানকে পাঁচবিবি থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন।

১৪ মার্চ (শুক্রবার) অনেক প্রচেষ্ঠার পর পাঁচবিবি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাহিদ হাসান সঙ্গীয় ফোর্স সহ তাকে ঢাকার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতাকৃত আসামী মোঃ মাফিজুর রহমান উপজেলার নন্দইল গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

আসামী মাফিজুর রহমান মামলার রায় হওয়ার পর থেকে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ মইনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ জাহিদ হাসান সঙ্গীয় ফোর্সসহ ১৪ মার্চ (শুক্রবার) ওয়ারেন্ট তামিল বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মগবাজার এলাকা থেকে উক্ত সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেন ।

আসামী মাফিজুর রহমান পাঁচবিবি থানার মামলা নং-৪৯, তারিখ-২৫/০৯/২০খ্রিঃ, ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ৮(গ) মামলায় ১০ বছরের সাজা + ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছর সাজা প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

এবিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ মইনুল ইসলাম জানান,আসামী মাফিজুর রহমান সাজা হওয়ার পর থেকে পলাতক ছিলেন অনেক প্রচেষ্ঠার পর তাকে গ্রেফতার করা হয়। পরে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।