ঢাকাThursday , 13 March 2025
  • অন্যান্য

পাঁচবিবিতে ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার

Link Copied!

 

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সাব্বির হোসেনকে পাঁচবিবি থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন। পুলিশ সূত্রে জানা গেছে আসামি দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলো গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ মইনুল ইসলামের নেতৃত্বে, এএসআই মোঃ মোতালেব হোসেন সঙ্গীয় ফোর্সসহ ১২ মার্চ ২০২৫ তারিখে ওয়ারেন্ট তামিল বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে পাঁচবিবি থানার মামালা নং-১, তারিখ ০১/১০/২২, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামি মোঃ সাব্বির হোসেন বাগজানা ইউনিয়নের ভুইডোবা গ্রামের মোঃ বেলাল হোসেন ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

এবিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ মইনুল ইসলাম জানান,আসামী সাব্বির সাজা হওয়ার পর থেকে পলাতক ছিলেন অনেক প্রচেষ্ঠার পর তাকে গ্রেফতার করা হয়। পরে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।