ঢাকাWednesday , 12 March 2025
  • অন্যান্য

যশোর শার্শা মাঠে কাজ করতে গিয়ে হামলা শিকার পাঁচ ভাই

Link Copied!

 

মনা যশোর প্রতিনিধি:

মাঠে কাজ করতে গিয়ে হামলার শিকার ৫ ভাই
হামলা চালিয়ে একই পরিবারের পাঁচ ভাইকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ মার্চ) সকালে যশোরের শার্শার রুদ্রপুর হাড়িপোল পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কুতুব আলী (৫৫), কিতাব আলী (৪৮), হানিফ আলী (৪০), আইয়ুব আলী (৩৫) ও টিংকু আলী (৩২)। এদের মধ্যে আইয়ুব আলীর অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের স্বজনরা জানান, সকালে ৫ ভাই মাঠে কাজ করতে গেলে পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে দুর্বৃত্তরা তাদের ওপরে হামলা করে। লাঠির আঘাতে আইয়ুব আলীর ডান হাতের কবজিসহ ৩ জায়গা ভেঙে গেছে।

আহত কিতাব আলী জানান, কোনো কারণ ছাড়াই দুর্বৃত্তরা তাদের ৫ ভাইয়ের ওপর হামলা করে মারপিট করেছে। তাদের একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে তার কিছু জানা নেই। থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।