ঢাকাTuesday , 11 March 2025
  • অন্যান্য

দেশব্যাপী নারী নিপীড়নের প্রতিবাদে বেনাপোল ডিগ্রি কলেজে ছাত্রদলের মানববন্ধন

Link Copied!

 

মনা যশোর শার্শা প্রতিনিধিঃ

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং বিচারহীনতার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের বেনাপোল ডিগ্রি কলেজ ছাত্রদল মানববন্ধন কর্মসূচি পালন করে।

সোমবার দুপুরের দিকে কলেজের সম্মুখে বেনাপোল-বাহাদুরপুর সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন কলেজ ছাত্রদলের আহবায়ক মো. আলিফ।

এ সময় মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান শান্তি, শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাইমিনুল সাগর, ছাত্রদল নেতা শাওন হোসেন, সদস্য সচিব ইশতিয়াক শাওন, সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জেল তুহিন, কলেজ ছাত্রদলের নেতা মো. গালিব, সিয়াম হোসেন, রাহাত আলী, সুমন, জিসান, ছাত্রদল নেত্রী আনজুমান খাতুন, মরিয়ম খাতুন, সেতু, সুরুভী প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।