ঢাকাMonday , 10 March 2025
  • অন্যান্য

ধর্ষণ নিপীড়ন সহিংসতা বিরুদ্ধে ধর্ষকদের শাস্তি দাবিতে আক্কেলপুরে মানববন্ধন.

Link Copied!

 

রিফাত হোসেন মেশকাতঃ স্টাফ রিপোর্টার ১০ মার্চ ২০২৫ ইং।

জয়পুরহাটের আক্কেলপুরে সারাদেশে অব্যাহত ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে মুজিবর রহমান কলেজ শাখা ছাত্রদল, বৈষম্যবিরোধী আন্দোলন, নাগরিক পরিষদের ব্যানারে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী ও সচেতন জনতা।

আজ সোমবার (১০ মার্চ) সকালে আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

এ সময় শিক্ষার্থীরা তুমি কে, আমি কে আছিয়া আছিয়া, উই ওয়ান্ট জাস্টিস, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, ধর্ষকের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই স্লোগান দিতে থাকেন।

মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, রিপন হোসেন, আরমান হোসেন কানন, বায়েজিদ বোস্তামী সাহিদ, মোবাশ্বের হোসেন, বাধন হোসেন, ইব্রাহিম হোসেন, শান্ত প্রমুখ।

এসময় বক্তারা বলেন,বর্তমানে দেশে নারীরা কোথাও নিরাপদ নয়, ধর্ষণের মতো এমন জঘন্য ঘটনা বর্তমানে ঘটেই চলছে। তবে আমরা এর কোনো বিচার দেখতে পাচ্ছি না। তাই দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের বিচার করতে হবে। ধর্ষকরা আট বছরের আছিয়াকে পর্যন্তও ছাড়েনি। এমনকি আন্তর্জাতিক নারী দিবসেও দেশে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।