ঢাকাMonday , 10 March 2025
  • অন্যান্য

বাগেরহাট আইএফআইসি ব্যাংকের ঈদ উপহার পেল এতিম শিশুরা

Link Copied!

 

বাগেরহাট প্রতিবেদকঃ

‘ঈদের জামায় খুশির সাজ, সবার মাঝে ছড়িয়ে যাক’ এই শ্লোগানকে সামনে রেখে সুবিধাবঞ্চিত এতিম শিশুদের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিতে আইএফআইসি ব্যাংক দেশব্যাপী সকল জেলাসমূহে পবিত্র রমজান মাসব্যাপী শুরু করেছে ব্যাতিক্রমী ঈদ ক্যাম্পেইন।

রবিবার (১০ মার্চ) দুপুরে বাগেরহাট সদর উপজেলার আইএফআইসি ব্যাংকের বাগেরহাট শাখার আয়োজনে যাত্রাপুর ইসলামী ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার ৫০ জন এতিম শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করা হয়।

এসময় আইএফআইসি ব্যাংক পিএলসি বাগেরহাট শাখার ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাপুর ইসলামী ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার সভাপতি এস. কে বদরুল আলম, মাদ্রাসার পরিচালক মুফতি রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনিসুজ্জামান খান বাবু।আরো উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পি এল সি যাত্রাপুর উপশাখার ইনচার্জ আরাফাত হোসাইন ও বাগেরহাট শাখার এসিস্ট্যান্ট মোঃ জাবের সালমান প্রমুখ।

বাগেরহাট আইএফআইসি ব্যাংক পিএলসি শাখার ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম বলেন ,দেশব্যাপী সকল জেলায় পবিত্র রমজানে মাসব্যাপী এই কর্মসূচি পালন করছে আইএফআইসি ব্যাংক। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে আইএফআইসি ব্যাংক সারা বছর বিভিন্ন ধরণের কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।