মনা যশোর প্রতিনিধিঃ
ডিবি যশোরের এসআই(নিঃ)/শেখ আবু হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটা টিম কোতয়ালী মডেল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ০৭/০৩/২০২৫খ্রিঃ রাত ২০.৩০ ঘটিকায় খড়কি কলাবাগান পাড়াস্থ জনৈক কালু শেখ এর মুদি দোকানের সামনে হতে আসামি মোঃ মুন্না গাজী(৫৯), পিতা-মৃত রহমান গাজী, সাং-খড়কি কলাবাগান পাড়া, থানা- কোতয়ালী, জেলা- যশোর কে ৫০(পঞ্চাশ) পুরিয়া অবৈধ মাদকদ্রব্য গাঁজা, যার ওজন ২০০ (দুইশত) গ্রাম সহ গ্রেফতার করেছে।
এ সংক্রান্তে এসআই(নিঃ)/শেখ আবু হাসান বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন।
উল্লেখ্য যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় ১২টি মাদক মামলা রয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
