ঢাকাFriday , 3 June 2022
  • অন্যান্য

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপের চ্যাম্পিয়নশীপ খেলা অনুষ্ঠিত।

Link Copied!

তিমির বনিক,ব্যুরো প্রধান সিলেট:

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ ফুটবলে মৌলভীবাজার জেলা চ্যাম্পিয়ন হয়েছে কুলাউড়া উপজেলা বালক ও বালিকা দল। বৃহস্পতিবার (২ জুন) মৌলভীবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুলাউড়া বালিকা দল ট্রাইবেকারে ৪-৩ গোলে মৌলভীবাজার সদর উপজেলা দলকে পরাজিত করে। নির্ধারিত সময় গোলশূণ্য ড্র হলে খেলা গড়ায় ট্রাইবেকারে। এর আগে সেমিফাইনালে তারা বড়লেখা উপজেলাকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিলো। বালকদের ফাইনাল খেলায় কুলাউড়া উপজেলা দল ট্রাইবেকারে মৌলভীবাজার সদর উপজেলা দলকে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেমিফাইনালে কুলাউড়া উপজেলা দল ১-০ গোলে শ্রীমঙ্গল উপজেলা দলকে হারিয়ে ফাইনাল থেলার যোগ্যতা অর্জণ করেছিলো। খেলা শেষে চ্যাম্পিয়ন বালক ও বালিকা দলের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া অধিদপ্তরের সচিব মেজবাহ উদ্দিন। এসময় উপস্থিত ছিলে মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মিসবাউর রহমান ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরী ও পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।