ঢাকাThursday , 6 March 2025
  • অন্যান্য

সাব-রেজিস্ট্রার কে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

Link Copied!

 

মোঃ মনোয়ার হোসেন,
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-

জয়পুরহাটের পাঁচবিবিতে সাব-রেজিস্ট্রার কে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

০৬ মার্চ (বৃহস্পতিবার) বেলা ১২.০০ ঘটিকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জনসাধারনের ব্যানারে সাব-রেজিস্ট্রার অফিসে টাকা নিয়ে ভুয়া দলিল এবং মহুরিদের অতিরিক্ত টাকা আদায়ের বিরুদ্ধে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচীর নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলা আহবায়ক হাসিবুল হাসান সানজিদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক ফারজান হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জয়পুরহাট জেলার মুখ্য সংগঠক এহসান আহম্মদ নাহিদ, যুগ্ম আহবায়ক আলআমিন ফকির,যুগ্ম আহবায়ক আলিফ মন্ডল, যুগ্ম আহবায়ক মোঃ আবু ওবায়দা রাজুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিগণ।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিভিন্ন অনিয়ম,ঘুষ ও দুর্নীতির কথা তুলে ধরেন এবং ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন।

এ বিষয়ে পাঁচবিবির সাব-রেজিস্টার (ভারপ্রাপ্ত) এস এম কামরুল হোসেন বলেন,আজকে সমন্বয়করা অতর্কিত হঠাৎ যা করলো আমি কিছু বলতে পারবো না। আমি নতুন আসছি কাউকে চিনি না। আমাকে ও আমার অফিসের কর্মচারীদেরকে অপমান অপদস্থ করে ছাত্ররা এজলাসে এসে যে কর্মকান্ড করলো তা সুস্থ মস্তিষ্কের না,তাদের যেসব অভিযোগ আছে তা আমাকে লিখিত দিলে আমি জেলা রেজিস্ট্রার মহোদয় কে অবগত করবো। কিন্তু তারা সেইটার কোন কর্নপাত করলো না।

এবিষয়ে জেলা রেজিস্ট্রার মোঃ আব্দুল বারী জানান,ছাত্রদের এমন আচরন দুঃখজনক। পাঁচবিবি সাব-রেজিস্ট্রার নতুন যোগদান করেছেন। তবে ছাত্রদের আনীত অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।