মোঃ আলামিন বেপারী,
বরিশাল জেলার উজিরপুর উপজেলায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গনেশ পাগলের আশ্রমে ভক্তদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার উত্তর সাতলা গ্রামের সুধারাম পাগলের প্রতিষ্ঠিত গনেশ পাগলের আশ্রমে ৩০ তম বার্ষিক নামযজ্ঞ কীর্ত্তন ও বাউল সংগিত অনুষ্ঠিত হয়েছে।
১৯ ফাল্গুন মঙ্গলবার (৪ মার্চ)দিবা-রাত্রী বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্তরা উপস্থিত থেকে নামযজ্ঞ কীর্ত্তন ও বাউল সংগিত উপভোগ করেন।ভক্তদের মিলনমেলা উপলক্ষে ঐ সেবাশ্রমের আসে পাশে অস্থায়ী মেলা বসে।এছাড়া ওই আশ্রমে গনেশ পাগল, লোকনাথ, হরিচাঁদ, মনসাদেবী, রাধা গবিন্দ, কালি, শিব মন্দির রয়েছে।আশ্রমের সভাপতি রিপন বাইন নিউজ টাইম বিডি এর প্রতিবেদক আলামিনকে জানান আশ্রমের প্রবেশ পথ সংকীর্ন ও কাঁচা রাস্তা এবং টয়লেট বাথরুম না থাকার কারনে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়।আশ্রমের অবকাঠামো অত্যন্ত নাজুক, তাই দ্রুত সংস্কার করা একান্ত প্রয়োজন।সার্বিক তত্তাবধায়নে অতুল পাগল গোস্বামী জানান,অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে ২০ থেকে ২৫ হাজার ভক্তরা উপস্থিত হন।
দিন রাত তাদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। প্রধান পূজারী মতি পাগল জানান ভক্তরা তাদের মনবাসনা পূর্ণ করতে এখানে আসেন। ভক্তদের নির্বিঘ্নে অনুষ্ঠান উপভোগ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থেকে নিরাপত্তার ব্যবস্থা করেছে।
