ঢাকাMonday , 3 March 2025
  • অন্যান্য

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় সিএন্ডএফ ব্যবসায়ীর মৃত্যু

Link Copied!

 

মনা যশোর শার্শা প্রতিনিধিঃ

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজিউল আলম (৩০) নামে এক সিএন্ডএফ ব্যবসায়ীর ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে নয়টার দিকে যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামে যশোর-মাগুরা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাজিউল যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়ার মৃত বাদল বিশ্বাসের ছেলে। তিনি ঢাকা বিমান বন্দরের একজন সিএন্ডএফ (কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং) ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজিউল যশোর থেকে মাগুরার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাজিউল। দুর্ঘটনায় তার ব্যবহৃত মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।