মোঃ আলামিন বেপারী
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার অশোকসেন গ্রামের অশোকসেন বাইতুল নূর ঈদগাহ জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।
গত ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ ইং শুক্রবার জুম্মার নামাজের মধ্য দিয়ে অশোকসেন বাইতুন নূর ঈদগাহ জামে মসজিদটির উদ্বোধন করা হয়।অশোকসেন বাইতুন নুর জামে মসজিদটির পুরনো ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় গ্রামবাসী ও সকলের সহযোগিতায় নতুন ভবনটি নির্মাণ কাজ শুরু করা হয় ২০২১সালে।সকলের উদ্যোগে ও অর্থায়নে মসজিদ ভবনটি পেয়েছে আধুনিকতার ছোঁয়া।
১৬ শতাংশ জমি উপর নির্মিত মসজিদটিতে রয়েছে আধুনিক নির্মান শৈলী। চার তলা ফাউন্ডেশনের এ মসজিদ কম্পেলেক্সটি ইতোমধ্যে প্রথম তলা পর্যন্ত নির্মিত হয়েছে।উদ্বোধনী এ অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাবুল বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী কামাল মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী শাওন সরদার, মসজিদ কমিটির সভাপতি এচাহাক সরদার, বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য দৈনিক হিরন্ময় ও দৈনিক ভোরের সময় এর আগৈলঝাড়া প্রতিনিধ মোঃ আলামিন বেপারী,স্থানীয় ইউপি মেম্বর মানিক সরদার, বীর মুক্তিযোদ্ধা শাজাহান সরদার প্রমুখ।
