ঢাকাSaturday , 1 March 2025
  • অন্যান্য

জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলায় গণমুখী সংঘকে হারিয়ে তুফান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

Link Copied!

এস কে অজিবর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি, নিউজ টাইম বিডি।

জেলা প্রশাসন, সাতক্ষীরার আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় “জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা সাতক্ষীরা গণমুখী সংঘ বনাম তুফান স্পোর্টিং ক্লাব এর মধ্যে আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হয়। খেলায় তুফান স্পোর্টিং ক্লাব টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। গণমুখী সংঘ ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান করে। জবাবে তুফান স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ৫টি উইকেট হারিয়ে ১২৯ রান করে। দলের মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন ৪৭ রান করে। ফলে তুফান স্পোর্টিং ক্লাব ৫উইকেটে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ম্যাব অব দ্যা ফাইনাল ও টুর্নামেন্ট নির্বাচিত হয় তুফান স্পোর্টিং ক্লাবের মৃত্যুঞ্জয় চৌধুরী। খেলায় আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন জি.এম সাইফুল ইসলাম বাপ্পি ও তৌফিক হাসান তুরাগ এবং স্কোরার ছিলেন ফজলুল করিম। ম্যাচ রেফারী হিসাবে দায়িত্ব পালন করেন আম্পায়ার এসোসিয়েশন এর সাধারন সম্পাদক আখতারুজ্জামান মুকুল ও ইকরামুল ইসলাম লালু।
ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন মোস্তাক আহমেদ, জেলা প্রশাসক ও আহবায়ক, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও আহবায়ক, টুর্নামেন্ট কমিটি। অনুষ্ঠানের আরোও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জাতীয় পুরষ্কার প্রাপ্ত ফিফা রেফারী ও সদস্য, এ্যাডহক কমিটি, সাজেক্রীস তৈয়েব হাসান সামছুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক ও সদস্য, সাজেক্রীস আবুল কালাম বাবলা, জিল্লুর রহমান, মোহিনী পারভীনসহ বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক, দুই ক্লাবের কর্মকর্তা, সদস্য ও খেলোয়াড় ও ক্রীড়ামোদী দর্শক। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া কর্মকর্তা ও সদস্য সচিব, সাজেক্রীস মো: মাহবুবুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।