ঢাকাWednesday , 26 February 2025
  • অন্যান্য

বেনাপোল ভাষা শহীদদের স্মরণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

Link Copied!

 

মনা যশোর শার্শা প্রতিনিধি:

যশোর বেনাপোল যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল শহিদদের স্মরণে,মানবতার শ্রেষ্ঠ দান, স্বেচ্ছায় করি রক্তদান, এই স্লোগান নিয়ে ১০০ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি-এ আয়োজন করেছে মানবতার মানুষ ফাউন্ডেশন বেনাপোল। সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্তএ ক্যাম্প চলবে।
রোববার ২৩ ফেব্রুয়ারি সকালে বেনাপোল হীরা সুপার মার্কেটের সামনে স্বেচ্ছাসেবী ও রক্তদান সংগঠন নিয়ে শুরু হলো এ কর্মসূচিতে। মানবতার মানুষ ফাউন্ডেশনের বেনাপোল। মানবতার শ্রেষ্ঠ দান, স্বেচ্ছায় করি রক্তদান রক্তের প্রয়োজনে এই সংগঠন।

রক্ত পরীক্ষা করতে আসা, মোঃ খলিলুর রহমান বলেন খুব ভালো লাগছে রক্ত পরীক্ষা করা। কারণ বিপদ-আপদে রক্ত পরীক্ষা করা প্রতিটি মানুষের একান্ত প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।