ঢাকাMonday , 24 February 2025
  • অন্যান্য

আগৈলঝাড়ায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ক্রীড়া সামগ্রী বিতরণ

Link Copied!

 

মোঃ আলামিন বেপারী

শিক্ষাই জাতির মেরুদন্ড, খেলাধুলা জাতির মানদন্ড। জ্ঞানভিত্তিক সমাজ গঠন করাই আমাদের মূলমন্ত্র।মাদক মুক্ত করার লক্ষে ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে মানদ‌ন্ডের সেই উদ্যোগ নি‌য়ে‌ছেন সুদুর লন্ডন প্রবাসী ও ব‌রিশা‌লের গৌরনদী উপ‌জেলার টরকীর বা‌সিন্দা সমাজ সেবক ও ক্রীড়া ব‌্যক্তিত্ব মো: ফি‌রোজ হো‌সেন মোল্লা।আগৈলঝাড়া-গৌরনদী উপ‌জেলার বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ক্লাব ও অ-রাজ‌নৈ‌তিক সংগঠনগু‌লো‌কে ১৪ জ‌নের সেট ক‌রে ‌খেলাধুলার সামগ্রী বিতরন করা হয়। র‌বিবার বি‌কে‌লে উপ‌জেলার চেঙ্গু‌টিয়া ঈদগা ময়দা‌নে এক অনুষ্ঠা‌নের মধ‌্য দি‌য়ে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্রিকেট ব‌্যাট,বল ,টেপ,ভ‌লিবল জা‌র্সি ও নেট সহ খেলা ধুলার সামগ্রী বিতরন করা হ‌য়।
বিতরণকালে প্রবাসী ফি‌রোজ মোল্লা তিনি বলেন, ভবিষ্যত প্রজন্মকে সামাজিকভাবে গড়তে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। খেলাধুলার চর্চা বাড়ালে ভবিষ্যত প্রজন্ম আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। যেহেতু সবলতা এক দিকে মানুষের জনমুহুর্তের অঙ্গীকার ঠিক তেমনি শারীরিক সুস্থ্যতায় মানসিক বলিষ্ঠতার উপায় ও উপকরণ। খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও সন্ত্রাসসহ সকল অন্যায় থেকে দূরে রাখতে।এসময় উপ‌স্থিত ছিলেন আয়োজক আরাফাত রহমান কো‌কো ফাউন্ডেশ‌নের লন্ডন শাখার অন‌্যতম নেতা মো: ফি‌রোজ মোল্লা, প্রবীন সমাজ সেবক সালাম হাওলাদার, বক্তব‌্য রা‌খেন ইতালী প্রবাসী ও লেখক সমাজ সেবক মো: মিজানুর রহমান মু‌ন্সি, সা‌বেক ছাত্র নেতা জ‌সিম শরীফ উপস্থানায় সাংবা‌দিক ম‌নিরুজ্জামান সরদার ,সরকা‌রি গৌরনদী ক‌লেজ ছাত্র দ‌লের আহবায়ক এহ‌তেশাম পার‌ভেজ,হাফিজুল ঘড়ামী, দুলাল ঢালি, সবুজ ডালি, শা‌কিল হো‌সেন, সবুজ হাওলাদার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।