ঢাকাSunday , 23 February 2025
  • অন্যান্য

নবীগঞ্জের কসবা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার শামসুজ্জামান মৌজুদীর অপসারণ দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন৷

Link Copied!

 

তুহিনুর রহমান তালুকদার
স্টাফ রিপোর্টারঃ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ শামসুজ্জামান মৌজুদীর বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতি, স্বৈরাচারী কায়দায় অত্র প্রতিষ্ঠান পরিচালনা, ছাত্র/ ছাত্রীদেরকে হয়রানি ও নিয়ম বহির্ভূত দায়িত্ব পালন সহ দূর্ণীতির গুরুতর অভিযোগের প্রেক্ষিতে উত্তাল হয়েছিল অত্র মাদ্রাসা ক্যাম্পাস৷ সুপারের অপসারণ চেয়ে বিক্ষুব্ধ হয়ে মানববন্ধন করেছে স্থানীয় জনতা, শিক্ষক/ কর্মচারী, ছাত্র/ছাত্রী সহ এলাকাবাসী৷ অভিভাবক ও শিক্ষকবৃন্দ। ২৩ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার সহকারী মৌলভী মুফতি বজলুর রহমান, নবীগঞ্জ সর্বদলীয় ছাত্র ঐক্যের সহ মুখপাত্র ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মারুফ চৌধুরী, ইউপি সদস্য আমিনুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি
মোঃ সমসির উল্লাহ্, অত্র মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুল হক, মোঃ নফল উদ্দিন, মোঃ সামাজুল ইসলাম, মোঃ শ্যামল আহমেদ, মো: আলিম উদ্দিন, ছাত্র সংগঠনের পক্ষে আল আমিন সহ আরো অনেকেই৷ বক্তারা বলেন,

মাদ্রাসা সুপার শামসুজ্জামান মৌজুদী, দীর্ঘদিন ধরে বিগত স্বৈরাচার সরকারের ছত্র ছায়ায় একক ক্ষমতায় ব্যবস্থাপনা কমিটিকে পাশকাটিয়ে মুকুটহীন সম্রাটের ভূমিকায় নানা অনিয়ম দূর্ণীতি করে আসছিলেন।এছাড়াও ‘মাদ্রাসা সুপার দলীয় প্রভাব কাটিয়ে তিনি একাধিক অপরাধ করেছেন, আমরা ইতিপূর্বে মাননীয় উপজেলা নির্বাহী অফিসার বরাবরে গত ২০ ফেব্রুয়ারি লিখিত অভিযোগ দায়ের করেছি৷ তাই আমরা দূর্ণীতিবাজ সুপারের অনতি বিলম্ব অপসারণ চাই। অন্যতায় যেকোনো সময় আবারো তীব্রতর আন্দোলনের ডাক দিবে এলাকাবাসী৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।