শফিকুল ইসলাম শামীম
উজিরপুর প্রতিনিধিঃ
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। এদিকে ১৯ ফ্রেব্রুয়ারি বুধবার দুপুর ৩ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য,বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার সিদ্দিকুর রহমান,মোঃ আসাদুজ্জামান বাদশা, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ মোতালেব, পৌরসভা ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নয়ন হাওলাদার,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ লিমন খান,পৌরসভা ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নয়ন হাওলাদার,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ তারেক সুজন,বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন যুগলু,সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান শাহিন সিকদার,শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব মিয়া,সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন,সহ-সভাপতি আব্দুস সালেক,বামরাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মেহেদী হাসান ডিটুসহ অনেকে। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান,যুগ্ম আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন আকন। উল্লেখ্য ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের জয়শ্রী বাসস্ট্যান্ডের পূর্ব পাশে কালিহাতা গ্রামের আবু তালেব এর মুদি দোকান,আজিজুল হকের ফার্নিচারের দোকান, ফয়সাল হোসেনের ইজি বাইকের গ্রেজের দোকান, ধলু হোসেনের থাই গ্লাসের দোকান,আল আমিনের মোটরসাইকেলের গ্রেজের দোকান,কবির হোসেনের রেন্ট-এ কারের দোকান,বামরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আঃ হালিম হাওলাদারের দোকানসহ ১০টি ব্যবসা-প্রতিষ্ঠানে আগুন লেগে ভস্মিভুত হয়েছে। এসময় সকল দোকান বন্ধ ছিলো। আশপাশের লোকজন আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ডাকচিৎকার করে এবং উজিরপুর ফায়ার সার্ভিস ও উজিরপুর মডেল থানা পুলিশকে অবহিত করে। ফায়ার সার্ভিসের কর্মীরা,পুলিশ ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ততক্ষনে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষতি সাধন হয়। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুনের সুত্রপাতের কারন জানা যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান,খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রমের জন্য তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
