ঢাকাTuesday , 18 February 2025
  • অন্যান্য

জয়পুরহাটে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

Link Copied!

 

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি:-

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জয়পুরহাট জেলা জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘ ১২ বছর কারাগারে থাকা এই নেতার মুক্তির দাবিতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাশেম ময়দানে এসে শেষ হয়, যেখানে পরবর্তীতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডাঃ ফজলুর রহমান সাঈদ। এছাড়া বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, সহকারী সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজ, শহর জামায়াতের আমির আনোয়ার হোসেন ও সদর উপজেলা আমির ইমরান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস ১০ দিন পার হয়ে গেলেও এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি। অথচ রাজনৈতিক কারণে আটক অনেকেই ইতোমধ্যে মুক্তি পেয়েছেন। তারা অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর নেতারা দীর্ঘদিন ধরে নিপীড়ন ও বৈষম্যের শিকার হচ্ছেন।

বক্তারা আরও বলেন,স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশবাসী আশা করেছিল তারা সকল ধরনের দমন-পীড়ন থেকে মুক্তি পাবে। কিন্তু এখনো জামায়াত নেতাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, যা হতাশাজনক।

তারা অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানান এবং বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে হলে সরকারকে ন্যায়বিচারের পথ অনুসরণ করতে হবে। দেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত করতে হলে সকল রাজনৈতিক বন্দিকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

বিক্ষোভ সমাবেশে জামায়াতের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।